19 May, 2024
BY- Aajtak Bangla
অনেকেই এই ফেসবুক, ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু ব্যর্থ হচ্ছেন।
ইনস্টাগ্রামের অ্যালগোরিদমেই এর রহস্য লুকিয়ে। বলছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোজেরি। বিষয়টি কী?
অ্যাডাম মোজেরি জানিয়েছেন, ইনস্টাগ্রামের কোনও নির্দিষ্ট একটি অ্যালগোরিদম নেই। রিলস, ছবি, এক্সপ্লোর, স্টোরিজ- সবের ক্ষেত্রেই আলাদা আলাদা নিয়ম কাজ করে।
অ্যালগোরিদম কী? কোনও ব্যবহারকারীদের কার্যকলাপের ইতিহাস কাজে লাগিয়েই তাঁর পছন্দের কনটেন্ট 'ভবিষ্যদ্বাণী' করে ইনস্টাগ্রাম।
একটি পোস্টে কত সেকেন্ড ব্যয় করা হচ্ছে, তাতে কমেন্ট করা হচ্ছে কিনা, লাইক দেওয়া, শেয়ার করা এবং প্রোফাইল ফটোতে ট্যাপ করা হচ্ছে কিনা- সব ক'টিই নজর রাখে অ্য়ালগোরিদম।
অর্থাৎ, আপনার পোস্টে উপরের সবক'টি জিনিস যত বাড়বে, ততই আপনার রিচ বাড়বে।
তাই আপনার ফলোয়াররা কী চাইছেন বুঝুন। কোনও একটি ছবি বা ভিডিয়োয় বেশি ভিউ, লাইক এলে সেই একই ধরণের কনটেন্ট আরও পোস্ট করুন।
এখন ফটোর তুলনায় ভিডিয়োর রিচই বেশি। তাই ছোট ছোট রিলসের সংখ্যা বাড়ান।
এমন কনটেন্ট বানাবেন, যেটি দেখতে যেন সুন্দর লাগে। অসুন্দর ব্যাকগ্রাউন্ড, অপরিচ্ছনতা এড়িয়ে চলুন।