BY- Aajtak Bangla

কোনও কাজেই মন নেই সন্তানের? এখনই করুন ৫ কাজ

9 NOVEMBER, 2024

শিশুদের ক্ষেত্রে বাবা মায়েরা বারবারই পড়াশোনায় মনোযোগ না থাকার অভিযোগ করেন।

অনেক ক্ষেত্রে শুধু পড়াশোনা নয়, অভিযোগ ওঠে অন্য ক্ষেত্রেও। সমস্ত কাজেই যেন অন্যমস্ক থাকে বাড়ির খুদে সদস্য।

শিশুরা চঞ্চল হবেই। মনে রাখতে হবে, অল্প বয়সে অনেকের মধ্যেই অন্যমনস্কতা দেখা যায়। কারণ তারা একই সঙ্গে অনেক বিষয় নিয়ে চিন্তা করে।

সেক্ষেত্রে কী ভাবে হাল ধরবেন? তারই কিছু টিপস রইল

সব বিষয়ে সন্তান অমনোযোগী? তা হলে বুঝতে হবে, সে একটানা কোনও কাজ করতে পছন্দ করছে না। তাই প্রথমেই বড় কাজের টার্গেট নয়, একটা কাজকে ছোটো ছোটো ভাগে ভাগ করে দিন।

সন্তানকে মোবাইলে গেম খেলা শেখান অনেকেই। সেটাই বড় ভুল। এ কারণে একটানা কোনও কিছুতে মন বসানোর ক্ষমতা হারায় বাচ্চারা। ছোট বয়সে এ সমস্ত গেজেট থেকে দূরে রাখতে হবে বাচ্চাদের।

সন্তানের সব কাজের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিতে পারেন। যেমন ধরুন, সে কখন খাবে, কতক্ষণ পড়াশোনা করবে এবং কোন সময়ে বাইরে খেলতে যাবে, তার একটা রুটিন বানিয়ে দিন।

তবে সেই রুটিনে বৈচিত্রও থাকতে হবে। পড়াশোনার পাশাপাশি তার পছন্দের কিছু কাজও রাখুন।

সন্তান কোনও ভালো কাজ করলে বা সময়ে কাজ শেষ করলে প্রশংসা করুন। মনোবিজ্ঞান বলছে, সন্তানরা অভিভাবকদের কাছ থেকে প্রশংসা পেতে ভালোবাসে।