02 NOVEMBER, 2024

BY- Aajtak Bangla

ঝিমিয়ে পড়া পুরুষত্ব ৮০-তেও থাকবে উদ্যম, কচিরা হার মানবে; শুধু এভাবে খান পেঁয়াজ

রোজকার ব্যস্ত জীবনে যৌবনেই ক্লান্তি চলে আসে। কাজের চাপ, পরিবার, সংসারের চাপে অনেকেই ঝিমিয়ে পড়েন। কিন্তু তার মানে এই নয় যে যৌবন হারিয়ে ফেলেছেন। 

যৌবন লুকিয়ে আছে নীরবে, নিভৃতে। শুধু তা চাগাড় দেওয়ানোর জন্য কিছু টোটকার দরকার পড়ে।

যৌবনেই এমন সমস্যা থেকে মুক্তির জন্য ভরসা রাখুন পেঁয়াজের ওপর৷ রোজ কাঁচা পেঁয়াজ এভাবে খেলে যৌবন রকেট গতিতে ছুটবে। 

কাটা পেঁয়াজ পুরুষদের ক্ষমতা বাড়ায়৷ পেঁয়াজের রস টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ বৃদ্ধি করে৷

তাই কাঁচা পেঁয়াজ খেলে শরীরে নানা পরিবর্তন ঘটে। কিন্তু কীভাবে খাবেন?

পেঁয়াজ শরীরে লিবিডো বাড়ায়৷ তাই পুরুষত্ব বৃদ্ধি করতে, দাম্পত্যের সম্পর্ক ভাল করতে রোজ পেঁয়াজের রস খেতে হবে।

এছাড়া, মধু দিয়ে কাঁচা পেঁয়াজ খেতে পারেন কিংবা পেঁয়াজ হালকা ভেজেও খেতে পারেন। (ছবি সৌজন্য: META AI)

তবে নিয়মিত খেলে আপনার পুরুষত্বে কচিরাও হার মানবে।