BY- Aajtak Bangla
11 December 2023
আয়ুর্বেদে এমন গাছের উল্লেখ রয়েছে। যার ব্যবহারে মানুষ সব ঋতুতেই ফিট থাকতে পারে।
তেমনই একটি গাছের নাম হল সত্যনাশী। এটি প্রধানত হিমালয়ের কাঁটাযুক্ত গাছ। আমরা বাংলায় একে শিয়ালকাঁটা নামে চিনি।
সত্যনাশী স্বর্ণক্ষিরি নামেও পরিচিত, কারণ এটি ভাঙলে তার থেকে হলুদ রঙের দুধ বের হয়।
২১দিন ধরে এই গাছের রস খেলে পাবেন এইসব রোগের থেকে মুক্তি-
সত্যনাশী গাছের শিকড়কে জলে দিয়ে সিদ্ধ করে তার মিশ্রণটি খেলে কাশি কমবে নিমেষেই।
রোজ এই গাছের শিকড় খেলে পুরুষত্বহীনতার সমস্যা দূর হবে নিমেষেই।
সত্যনাশি একটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল গাছ যা ত্বককে ভাল রাখে।
এই গাছের তেলের সঙ্গে গুলঞ্চের রস মিশিয়ে খেলে জন্ডিসের সমস্যা দূর হবে।
এই গাছের শিকড় আপনাকে দাঁতের পাইওরিয়ার সমস্যা থেকেও মুক্তি দেয়।