19 November, 2023

BY- Aajtak Bangla

বুড়ো হলেও থাকবে গায়ের জোর, এখন থেকে খান এই ৫ খাবার

আজকাল দৌড়াদৌড়ি ও প্রতিযোগিতার জীবন। দরকার স্ট্যামিনা ও শক্তি।

স্ট্যামিনা ও শক্তি আপনা-আপনি বাড়ে না। সেজন্য দরকার ডায়েট। 

ডায়েটে প্রোটিন না থাকলে আপনার স্ট্যামিনা বাড়বে না।

৫ ড্রাইফ্রুটস রাখুন ডায়েটে। তাহলেই বাড়বে স্ট্যামিনা ও গায়ের জোর।

আমন্ড- প্রতিদিন সকালে ৩-৪টি বাদাম ভিজিয়ে খান। এতে আছে প্রোটিন, ভিটামিন ও খনিজ। 

আখরোট- বুদ্ধি ও দৈহিক বল বাড়ে আখরোটে। আছে প্রোটিন ও ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। একদিন অন্তর ৩টি খান।  

কাজু- কাজু ভিজিয়ে খান। শরীরে দুর্বলতা থাকে না। এতে আছে ভিটামিন ও খনিজ।

পেস্তা- পেস্তা চোখ, অন্ত্র, হৃৎপিণ্ড, স্নায়ু ও মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। 

পেস্তায় আছে ভিটামিন বি৬, কপার, পটাসিয়াম, ফসফরাস, জিঙ্ক, প্রোটিন এবং ক্যালসিয়াম। যা হাড়কে প্রাণ দেয়।

খেজুর- খেজুর ভিজিয়ে খান। প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম এবং প্রাকৃতিক চিনি আছে। যা ক্লান্তি ও দুর্বলতা দূর করে।