22 JULY 2025
BY- Aajtak Bangla
উইকএন্ড পার্টি হোক কিংবা গরমের দিনে বন্ধুদের সঙ্গে আড্ডা, ঠান্ডা বিয়ার চাই-ই চাই।
গরমকালে চাই চিলড বিয়ার। কিন্তু লং ড্রাইভে গেলে ফ্রিজ ছাড়া কীভাবে ঠান্ডা রাখবেন বিয়ার?
খবরের কাগজ ছিঁড়ে ছিঁড়ে জলে ভিজিয়ে নিন। ওই ভিজে কাগজগুলো বোতলের গায়ে জড়িয়ে নিন।
অন্ধকার জায়গায় রেখে দিলে কিছুক্ষণের মধ্যেই বিয়ারের বোতল ঠান্ডা হয়ে যাবে।
একটি বালতিতে ঠান্ডা জল নিন। বালতির মধ্যে বিয়ারের বোতলগুলো ডুবিয়ে রাখুন। মিনিট দশেকের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে বিয়ার।
সমুদ্রে বেড়াতে গেলে একটি বালতির মধ্যে বিয়ারের বোতলগুলি ভরে বালি ঢেলে দিন। তার উপর জল ঢালুন। এর উপর চাপা দিন ভিজে তোয়ালে।
মাটির গর্ত খুঁড়ে নিন। তার মধ্যে বিয়ারের বোতল ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দিন।
২০ থেকে ৩০ মিনিট রাখলেই ঠান্ডা হয়ে যাবে বিয়ারের বোতল।