BY- Aajtak Bangla
4th March, 2025
বাড়ির মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় বাথরুমটাকে। কারণ অপরিষ্কার বাথরুম অস্বাস্থ্যকর পরিবেশের সমান।
এছাড়াও অপরিষ্কার বাথরুম থেকে বাড়ির সকল সদস্যদের অসুস্থ হবার সম্ভাবনা বেড়ে যায়।
বিশেষ করে বাথরুমের কমোড। কমোডে যদি কোনও প্রকার দাগ থাকে তবে বাড়িতে আসা অতিথিদের কাছেও যথেষ্ট লজ্জার বিষয়ে।
কমোডে হলুদ দাগ পড়ে গেলে তা ওঠানো কম ঝক্কির বিষয় নয়। বাজারে অনেক ধরনের টয়লেট ক্লিনারেও কোনও কাজ হয় না।
তবে রান্নাঘরে এমন কিছু উপাদান রয়েছে যা বাথরুম পরিষ্কারের জন্য দারুণ কার্যকর।
সকলের রান্নাঘরেই লবঙ্গ ও রসুন থাকে। এর সাহায্যেই আপনারা বাথরুম পরিষ্কার করতে পারবেন।
রসুনের তীব্র গন্ধের কারণ হল রসুনে থাকে অ্যালিসিন নামক জৈব রাসায়নিক যৌগ। বাথরুমের ক্ষতিকর ব্যাকটেরিয়ার নাশের জন্য রসুনের একটা কোয়াই যথেষ্ট।
কমোড পরিষ্কার করার জন্য আপনার কমোডে এক কোয়া রসুন ফেলে দিন। কিন্তু ফ্ল্যাশ করবেন না। এইভাবেই একটা গোটা রাত রেখে দিন।
এছাড়াও রসুনের কোয়ার সঙ্গে কয়েকটা লবঙ্গও ফেলে রাখতে পারেন। এছাড়াও একটি পাত্রে অল্প গরম জল করে তাতে কয়েক কোয়া রসুন দিয়ে দিন।