19 May, 2024

BY- Aajtak Bangla

ভুলভাবে কাচেন বলেই সব জামা তাড়াতাড়ি পুরনো হয়ে যায়, এভাবে কাচুন

নতুন জামাকাপড়। অল্প সময়ের মধ্যেই তার রঙ উঠে যাচ্ছে।

সকলেরই কম বেশি এই সমস্যা হয়।

৩-৪ বার পরার পর থেকেই জামাকাপড়ের সেই জৌলুস চলে যায়।

জামাকাপড়ের রঙ ধরে রাখতে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলুন। 

জামাকাপড় কেনাটা বিনিয়োগ হিসাবে দেখুন। কম দামে খারাপ মানের জামা কিনলে, তার জৌলুসও যাবে দ্রুত। 

অহেতুক বারবার পোশাক কাচবেন না। বিশেষত শীতের সোয়েটার, পুলওভার, হুডি, যাতে ঘাম কম লাগছে, সেগুলি একটু কম কাচলেও চলে। 

কোনও কড়া ডিটারজেন্ট ব্যবহার করবেন না। এতে রঙ ওঠার সম্ভাবনা বেড়ে যায়। 

জামাকাপড় দীর্ঘক্ষণ জলে ভিজিয়ে রাখবেন না। দ্রুত কেচেই শুকোতে দিয়ে দিন। 

সরাসরি রোদে জামাকাপড় শুকোতে দেবেন না। একটু ছায়ায় শুকোতে দিন।