24 September, 2023

BY- Aajtak Bangla

ফুলদানিতে ফুল থাকবে দীর্ঘদিন তাজা, রহল দুর্দান্ত টিপস

ফুলদানিতে ফুল রাখা থাকলে সেটা খুব সুন্দর দেখায়। 

কিন্তু সেই ফুলকে সতেজ রাখা খুব প্রয়োজন। অনেকে সেটা রাখতে পারে না। 

এই কিছু টিপসের মাধ্যমে ফুল ও তার গন্ধ থাকবে সতেজ বহুদিন।

ফুলের কাণ্ড কাটার সময় কখনই খুব ছোট করে কাটা উচিত নয়। ৪৫ ডিগ্রি কোণ করে কাটতে হয়। 

ফুলদানির জলে ডোবানো যেই কাণ্ডের অংশটা আছে সেটাতে যেন কোন পাতা না থাকে। 

দেখতে হবে যাতে ফুলের কাণ্ড কখনই পুরো ডুবে না থাকে। 

২ চামচ আপেল সাইডার ভিনিগার, ২ চামচ চিনি, ১/২ চামচ ব্লিচ একসঙ্গে মিশিয়ে ফুলদানিতে দিতে হবে। 

ফুলদানি এমন জায়গায় রাখা উচিত যেখানে সূর্যের আলো পৌছয়। ফুলে আলো বাতাস লাগলে ভালো থাকে ফুল। 

ফুলদানির জল দু-দিন অন্তর পাল্টানো উচিত। একই জল থাকলে ফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।