BY- Aajtak Bangla
15 April 2024
বৈশাখের গরমে তেতে রয়েছে বাংলা। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। ।
তীব্র গরমে টেকা দায়। ফ্যানের হাওয়াও যেন গরম। অস্বস্তিকর আবহাওয়া।
এই গরমে এসি ছাড়া উপায় নেই। কিন্তু সবার তো আর এসি কেনার সামর্থ্য থাকে না। ।
AC ছাড়াই ঘর ঠান্ডা হবে সহজেই। কীভাবে? জেনে নিন...
ঘরে জানলার উল্টো দিকে টেবিল ফ্যান রেখে দিন। ।
এরপর একটি পাত্রে বরফের টুকরো নিতে হবে। ।
তারপরে বরফের টুকরো টেবিল ফ্যানের সামনে রেখে ফ্যান চালান।
দেখবেন কয়ের মুহূর্তে ঘর এসির মতো ঠান্ডা হয়ে গিয়েছে।