BY- Aajtak Bangla

শুধু রেখে দিন এক কুচি বরফ, তাতেই AC-র মতো ঠান্ডা হবে ঘর, জানুন পদ্ধতি

15 April  2024

বৈশাখের গরমে তেতে রয়েছে বাংলা। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে।

তীব্র গরমে টেকা দায়। ফ্যানের হাওয়াও যেন গরম। অস্বস্তিকর আবহাওয়া।

এই গরমে এসি ছাড়া উপায় নেই। কিন্তু সবার তো আর এসি কেনার সামর্থ্য থাকে না। 

AC ছাড়াই ঘর ঠান্ডা হবে সহজেই। কীভাবে? জেনে নিন...

ঘরে জানলার উল্টো দিকে টেবিল ফ্যান রেখে দিন।

এরপর একটি পাত্রে বরফের টুকরো নিতে হবে।

তারপরে বরফের টুকরো টেবিল ফ্যানের সামনে রেখে ফ্যান চালান।

দেখবেন কয়ের মুহূর্তে ঘর এসির মতো ঠান্ডা হয়ে গিয়েছে।