BY- Aajtak Bangla
7 May 2025
গরম মানেই আম খাওয়ার সেরা সময়। আম অনেকেরই প্রিয় ফল।
আম কিনে অনেকেই ঘরে রেখে দিন। তবে অনেক সময়ই গরমে আম পচে নষ্ট হয়ে যায়।
ঘরে এভাবে আম রেখে দিলে আর পচবে না, জেনে নিন বিশদে...
পাকা আম কিনলে ঘরে অন্ধকার জায়গায় রেখে দিন। তা হলে টাটকা থাকবে।
পাকা আম কখনওই খোলা হাওয়ায় রাখা ঠিক নয়। সব সময় ফ্রিজে রাখবেন।
ফ্রিজ না থাকলে মাটির কোনও পাত্রে আম রেখে দিন।
আম কেটে তার উপর চিনি ছড়িয়ে কোনও পাত্রে রাখতে পারেন। পাত্রটি এভাবে ফ্রিজে রাখলে পচবে না।
আম ধুয়ে সঙ্গে সঙ্গে ফ্রিজে রাখবেন না। আমের গায়ে জল লেগে থাকলে পচে যেতে পারে।