BY- Aajtak Bangla

গাছের টব রাখায় ছাদ খারাপ হচ্ছে? কী করবেন?

21 FEBRUARY, 2024

অনেকেই ছাদে গাছ রাখতে ভয় পান। ভেজা টব থেকে ছাদে ড্যাম্প পরে যেতে পারে।

কিছু বিষয় মাথায় রাখলেই কিন্তু এর থেকে বাঁচতে পারেন। মেনে চলতে হবে খুব সাধারণ কিছু নিয়ম।

ছাদে কোনও অবস্থাতেই জল না জমে। তাই শুকনো পাতা-ফুল পড়ে থাকলে তা নিয়মিত পরিষ্কার করতে হবে।

টবের নিচে যেন কোনওমতেই জল না জমে। নিয়মিত টবগুলি সরিয়ে সরিয়ে রাখুন।

টবগুলি একদম ঘন, পাশাপাশি না রেখে একটু ফাঁক রেখে রেখে রাখুন।

সরাসরি ছাদে টব না রাখাই শ্রেয়। ধাতব স্ট্যান্ড বানিয়ে তার উপর টব রাখুন।

রেলিং ঝুলিয়ে তাতে হ্যাঙ্গিং টব লাগাতে পারেন।

কার্নিসের ধার দিয়ে পিলার বানিয়ে তাকমতো করে নিতে পারেন।

ছাদে টব রাখলে প্রতি ২-৩ দিন অন্তর ঝাড়ু দিতে হবে।