15 June, 2024
BY- Aajtak Bangla
বর্ষা এলেই বাড়ি বাড়িতে বাড়বে সাপের উপদ্রব। আতঙ্কে, ভয়ে প্রাণ হাতে নিয়ে বাঁচার আগে বরং কিছু টোটকা আগে থেকে সেরে রাখুন।
এতে সাপ আপনার বাড়িতে ঘুণাক্ষরেও ঘরে ঢুকবে না।
বর্ষা এলে গ্রাম কেন শহরেও বাড়িতে সাপ ঢুকে পড়ে। তাই আগে থেকে এই কাজগুলি সেরে রাখুন।
বাজার থেকে লাল সাবান কিনে আনুন। এতে থাকে কার্বলিক অ্যাসিড বা কর্বনিল। তাই লাল সাবান টুকরো টুকরো করে দিলে ঘরে সাপ প্রবেশ আটকানো যেতে পারে।
আগে থেকে একটা সালফার পাউডার কিনে রাখুন। ঘরের যে জায়গাগুলি দিয়ে সাপ ঢুকতে পারে সেখানে তা ছড়িয়ে রাখুন।
সালফারের গুঁড়োতে সাপের চামড়ায় জ্বালা ধরায়। এটি সাপের গায়ে লাগলে সাপ আর সেই জায়গার ত্রিসীমানা মারায় না।
রসুন বেঁটে নিয়ে তার সঙ্গে সরষের তেল মিশিয়ে একদিন রেখে তা বাড়ির চারপাশে ছিটিয়ে দিন। তবে এটি ঘন ঘন করতে হবে।
বাড়ির চারপাশে ন্যাপথলিন গুঁড়োও ছড়াতে পারেন। এতেও সাপ ভয় পাবে না।