24 JUNE, 2023
BY- Aajtak Bangla
বর্ষাকালে বাড়ে সাপের উপদ্রব, ঘরোয়া উপায়ে তাড়াবেন কীভাবে
বর্ষাকাল পড়লেই মশা, পোকা-মাকড়ের মতো সাপের উপদ্রবও বাড়তে শুরু করে। ঘরে সাপ ঢুকে যাওয়া খুবই পরিচিত ঘটনা।
কয়েকটি ঘরোয়া উপায়েই বাড়ির আশপাশ থেকে সাপ তাড়াতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলি সম্পর্কে।
সাপ তাড়ানোর মোক্ষম অস্ত্র হল কার্বলিক অ্যাসিড। বাড়ির আশপাশে যদি কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিলে সাপ সেদিকে পথ মারাবে না।
সাপের আনাগোনার জায়গায় ছড়িয়ে দিন সালফারের গুঁড়ো। সালফারের গুঁড়ো সাপের চামড়ায় লাগলে জ্বালাপোড়ায় হয়। তাই সাপ ওই জায়গায় আসবে না।
রসুন বেঁটে নিয়ে তার সঙ্গে সর্ষের তেল মিশিয়ে নিন। সেই মিশ্রণ বাড়ির চারপাশে ছিটিয়ে দিন। এতে সাপ ও পোকামাকড়ের উপদ্রব কমবে অনেকটা।
এছাড়াও কার্বলিক অ্যাসিড না পেলে ন্যাপথলিন গুঁড়ো করে বাড়ির চারপাশে ছড়িয়ে দিতে পারেন।
বাড়ির আশপাশে অনেকদিন জল জমে থাকলে, সেখানে একটু ভিনিগার ছড়িয়ে দিতে পারেন। ভিনিগারের গন্ধে সাপ ধারেকাছে আসবে না।
গোল মরিচ বা লঙ্কার গুঁড়ো ও লেবুর রস মিশিয়ে নিয়ে তা ছড়িয়ে দিতে পারেন বাড়ির আশপাশে। এতে সাপ সেই রাস্তা ধরে আসে না।
পচে যাওয়া পেঁয়াজ বেটে তা আশপাশে ছড়িয়ে দিতে পারেন। পচা গন্ধে সাপ ধারেকাছে আসবে না।
Related Stories
মাত্র ২ জিনিসেই হবে লক্ষ্মী পুজোর খইয়ের মোয়া, সেরা কায়দা জানুন
গলায় আটকে মাছের কাঁটা, বের করার সহজ উপায়
পুরুষ মানুষ সফল হয় কোকিলের এই গুণে, জানুন
মনকে রাখুন নিজের বশে, জানুন সাফল্যের গোপন কথা