BY- Aajtak Bangla
5 FEB 2025
এটা স্মার্টফোনের যুগ। মোবাইল ফোন ছাড়া আমাদের জীবন কার্যত অচল।
আমরা বড়রা এতটাই মোবাইল ফোন সারাক্ষণ ব্যবহার করি যে, আমাদের দেখাদেখি ছোট থেকেই বাচ্চারাও ফোনে আসক্ত হয়ে পড়ে।
আজকাল বহু বাচ্চাই মোবাইল ফোনের নেশায় ডুবে। যা বিপজ্জনক। কীভাবে নেশা ছাড়াবেন?
বড়রা যা করেন, বাচ্চারা সেটা দেখে অনুসরণ করে। তাই সন্তানের মোবাইল ফোনের নেশা কাটাতে আপনাকে যতটা সম্ভব ফোন থেকে দূরে থাকতে হবে।
বাচ্চা খাচ্ছে না বলে মোবাইল ফোন দেখাবেন না। বরং খেলনা দিন। . .
বাচ্চার সঙ্গে ভাল করে সময় কাটান। বিকেলে ঘুরতে নিয়ে যান। খেলার অভ্যাস করান। . .
বাড়িতে বাচ্চার সামনে মোবাইল ফোন একদম বার করবেন না। বরং তার মন ডাইভার্ট করতে গল্পের বই দিন।
বাচ্চাকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখুন। গল্পের ছলে পড়ান।