26 June, 2024

BY- Aajtak Bangla

প্রচণ্ড গরমেও প্লাস্টিকের বোতলের জল থাকবে ঠান্ডা, শিখুন এই ট্রিকস

তীব্র গরম। বাইরে গেলে সঙ্গে দরকার জলের বোতল। কিন্তু সেই বোতলের জল গরম হলে মহাবিপদ।

কীভাবে সাধারণ বোতলে জল রাখলে দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে, জেনে নিন সেই ট্রিকস

বোতলে বরফ রাখলে অল্প সময়েই সেটা গলে যায়। ফলে ঠান্ডা জল মেলে না।

অনেকে এই সমস্যা থেকে বাঁচতে বরফের বোতল নিয়েই বেরোন। কিন্তু চটজলদি সেই বরফ থেকে জল মেলে না।

তাহলে কী উপায়ে দীর্ঘক্ষণ জল ঠান্ডা রাখবেন, জেনে নিন ৩ ট্রিকস  

সেরা উপায় হল- বোতলে অর্ধেক জল ভরুন। সেই বোতল ডিপ ফ্রিজে লম্বা করে শুইয়ে রেখে দিন।

এবার সকালে জল ভেরে নিন। অনেকক্ষণ ঠান্ডা থাকবে বোতলের জল।

একটি সুতির কাপড় নিন। এর ভিতরে বোতলটি মুড়িয়ে দিন। কাপড় যত ঘন হবে,জল তত বেশি ঠান্ডা থাকবে।

দরকারে কাপড়টি বরফজলে ভিজিয়ে নিতে পারেন। দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে জল।

বাড়িতে পড়ে থাকা পাটের বস্তা বোতলের মাপ অনুযায়ী কাটুন। বোতলের চারপাশে মুড়ে দিন। বরফ জল বা সাধারণ জলে ভিজিয়ে নিন।