23 April, 2025

BY- Aajtak Bangla

গরমেও ট্যাঙ্কের জল থাকবে বরফ ঠান্ডা, এই ট্রিকসটা শিখে নিন

v

প্রচণ্ড রোদ।  তার উপরে বাড়ির ট্যাঙ্কের গরম জল। সেই জল ব্যবহার করতে হাত পুড়ে যাওয়ার জোগাড়।

ট্যাঙ্কের জল ঠান্ডা রাখার কায়দা আছে। জানুন সেই উপায়।

বাড়িতে নতুন ট্যাঙ্ক রাখতে হলে কালো নয়, সাদা বা আকাশি নীল রঙের ট্যাঙ্ক কেনা উচিত। কালো রঙের ট্যাঙ্ক বেশি সূর্যালোক শোষণ করে।

বাড়িতে কালো রঙের ট্যাঙ্ক থাকলে সাদা রং করতে পারেন। 

ট্যাঙ্কের চারপাশে মাটির আবরণ লাগাতে পারেন। এতে জল ঠান্ডা থাকে।

ট্যাঙ্কে মাটির প্রলেপ দেওয়ার পর চারপাশে থার্মোকলের শীট বেঁধে দিন।

একটি মোটা পাটের ব্যাগ দিয়ে ট্যাঙ্ক ঢেকে দিন। পাট তাপ শোষণ করতে দেয় না।

  চাইলে মাঝে মাঝে পাটের ব্যাগ ভেজাতে পারেন। ট্যাঙ্কের ভেতরে থাকা জল গরম হবে না।

ছাদের ট্যাঙ্কের উপর রাখুন টিনের আচ্ছাদন। এছাড়া চারপাশে টিন দিয়ে ঢাকতে পারেন।

ট্যাঙ্ক এবং টিনের মাঝখানের খালি জায়গায় বালি বা খড় ভরাট করুন। ট্যাঙ্কের জল ঠান্ডা থাকবে।