BY- Aajtak Bangla
27 May, 2024
বাড়িতে ইঁদুর থাকলে টিকে থাকা দায় হয়। ইঁদুর প্রচুর ক্ষতি করে। বই, জামাকাপড় কেটে দেয়।
আর ইঁদুর যদি বাড়িতে বাচ্চার জন্ম দেয় তাহলে তো জীবন অতিষ্ঠ হয়ে পড়ে। তখন গোটা বাড়িতে তাণ্ডব করে ইঁদুররা।
তবে সামান্য এক চিমটে কর্পুরই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে ইঁদুর। তার জন্য রয়েছে কিছু কৌশল। আসুন জেনে নিই।
কর্পুরের গন্ধ একদম সহ্য করতে পারে না ইঁদুর। ঘরের যেখানে যেখানে ইঁদুর আছে সেখানে কর্পুরের গুঁড়ো রেখে দিন।
আবার এই কর্পুরের সঙ্গে ২ টাকা পাতার একটা শ্যাম্পু ও আটা মিশিয়ে তা বাড়ির চারপাশে ছড়িয়ে রাখতে পারেন। তাহলেও ইঁদুর আর বাড়িতে থাকবে না।
পুদিনা পাতার গন্ধ ইঁদুর মোটেও পছন্দ করে না। ফলে এই পাতার তেলও ঘরে ছড়িয়ে দিতে পারেন। তাতেও ইঁদুর পালাবে বাড়ি থেকে।
আর একটা সহজ ট্রিকস হল লবঙ্গ। এর গন্ধেও ইঁদুরের খুব সমস্যা হয়। একটি কাপড়ে কিছু লবঙ্গ মুড়ে রেখে দিন। তার পরে সেটি ঘরের কোণে রাখুন। ইঁদুর পালাবে।
রসুনও ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে খুব উপযোগী। জলের রসুন ভিজিয়ে রাখুন। তার পরে সেই জল ঘরের নানা জায়গায় স্প্রে করে দিন। তাহলে ইঁদুর পালাবে।