20 APRIL, 2025
BY- Aajtak Bangla
AC-র গ্যাস ফুরিয়ে গেছে, নিজেই কীভাবে বুঝবেন?
গরমকালে প্রায় সব বাড়িতেই এসি চলে। এসি ছাড়া টেকা দায় হয়ে যায় সবার।
তবে এসির একটা বড় সমস্যা হল গ্যাস শেষ হয়ে যাওয়া। বিশেষ করে টেকনেশিয়ানদের ডাকলেই তাঁরা গ্যাস বদলে ফেলার কথা বলেন।
সেই গ্যাস বদলাতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়। কিন্তু আপনি কীভাবে বুঝবেন যে, এসির গ্যাস ফুরিয়ে গেছে?
যদি দেখেন এসি চালানোর পরও ঠান্ডা হচ্ছে না তাহলে জানবেন গ্যাস ফুরিয়ে গেছে।
এসি চালালে যদি কম্প্রেসার থেকে খুব শব্দ বেরোতে শুরু করে তাহলে গ্যাস ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
কম্প্রেসার যদি বার বার বন্ধ হয়ে যায় তাহলে বুঝবেন, এসির গ্যাস কমে গেছে।
এসির আউটলেট পাইপে যদি বরফ জমে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে এসির গ্যাস ফুরিয়ে গিয়েছে।
তেল জমে থাকলে দেখতে পেলে বুঝতে হবে এসির গ্যাস আদপেই শেষ হয়ে গেছে।
তবে টেকনিশিয়ানদের মতে, এসি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে গ্যাস থাকে।
Related Stories
মন খারাপ? স্ট্রেসে কাবু? জেনে নিন ১০টি ঘরোয়া সহজ উপায়
তেলে নয়, জলেই হবে ফুলকো- ফুলকো লুচি! দারুণ রেসিপি
বর্ষায় বাজারে পেলেই কিনুন সস্তার এই সবজি
আপনি কতটা বুদ্ধিমান বলে দেবে কপালের আকারই