20th May, 2024

BY- Aajtak Bangla

কীভাবে বুঝবেন আপনার এখনও বিয়ের বয়স হয়নি? জানতেন না নিশ্চয়ই

বয়স ২০ পেরোতে না পেরোতেই চারদিক থেকে বিয়ে কবে হচ্ছে এই ধরনের কথাবার্তা শুরু হয়ে যায়।

আবার বয়স বেড়ে গেলেও অবিবাহিতদের হামেশাই শুনতে হয় এই ধরনের কথা। আবার অনেকেই মনে করেন বিয়ে হলেই সমস্যার সমাধান হয়ে যায়।

তবে বাস্তবতা হলো, বিয়ে এমন এক দায়িত্ব, যাতে বাঁধা পড়ার আগে নিজের প্রস্তুতিটা হতে হবে ঠিকঠাক। তাই জেনে নিন কখন বিয়েটা করা ঠিক হবে। 

আপনাকে বুঝতে হবে আপনি এখন আদৌও একজনের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে প্রস্তুত কিনা।

একজন সঙ্গীর মন বোঝার মতো বোধবুদ্ধি আপনার এসেছে কিনা সেটাও খুব গুরুত্বপূর্ণ।

হয়তো এখন আপনি কেরিয়ারের দিকে বেশি মন দিতে চান, তাই ভেবে নিন এখন বিয়ে করতে সত্যিই চান কিনা।

আর্থিক দিক থেকে আপনি বেশ স্বচ্ছল তবে একজনের দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা যদি না থাকে তাহলে বিয়ে না করাই এখন ভাল। 

এই মুহূর্তে একাই ভাল আছেন, এই মনোভাব যদি থাকে তাহলে একদম অন্যের কথায়, পরিবারের চাপে বা সমাজের কথাব পরিপ্রেক্ষিতে বিয়ে করবেন না।

আর এইসব লক্ষণই আপনাকে বলে দেবে যে আপনি একেবারেই এখন বিয়ের জন্য প্রস্তুত নয়।