BY- Aajtak Bangla

কেউ কি মনে মনে ভালবাসেন, বুঝুন এই লক্ষণ দেখে

2 January 2025

ভালবাসা এক বিশেষ অনুভূতি। সকলেই ভালবাসার খোঁজ করে থাকেন।

কেউ আপনাকে ভালবাসেন কি না, তা বিভিন্ন লক্ষণ দেখে বোঝা যায়।

কেউ ভালবাসার কথা মুখ ফুটে বলেন। আবার কেউ কথা, শব্দ দিয়ে ভালবাসা ব্যক্ত করেন না।

কেউ আপনাকে ভালবাসছেন কি না, তা অনেকেই বুঝতে পারেন না। আবার অনেকে ভুল করে বসেন।

আপনি কাউকে ভালবাসেন, কিন্তু সে আপনাকে ভালবাসেন কি না, তা অনেকেই বুঝতে পারেন না। এমন পরিস্থিতিতে এই লক্ষণগুলি দেখে বুঝুন..

 সে যদি আপনার সব কিছুর জন্য প্রশংসা করেন, তা হলে বুঝবেন আপনাকে পছন্দ করেন।

সে যদি আপনার সঙ্গে প্রচুর কথা বলতে চান এবং প্রায়ই দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন, তা হলে বুঝবেন ভালবাসেন।

কথা বলার সময় সে যদি নার্ভাস হন এবং লজ্জা ভাব থাকে, তা হলে বুঝবেন সে মনে মনে ভালবাসেন।

সোশ্যাল মিডিয়ায় যদি সে আপনার প্রতি পোস্টে লাইক দেন তা হলে বুঝবেন সে পছন্দ করেন আপনাকে।