BY- Aajtak Bangla

হাতে নিয়েই এই ট্রিকসে বুঝবেন বেদানা মিষ্টি কিনা? কায়দাটা শিখে রাখুন  

16 MAY, 2025

ফল কেনার সময় সকলেই চেষ্টা করে তাজা, মিষ্টি ও ভাল ফল কেনার।

সেজন্যে হাত দিয়ে ধরে, একটু চেপে দেখেন অনেকেই। 

কিন্তু এই প্রক্রিয়াটি অনেক সময় সাপেক্ষ। এছাড়া প্রতিটা ফলই পরীক্ষা করা কঠিন।

ডালিম বা বেদানা অত্যন্ত উপকারী ফল। তবে মিষ্টি না হলে খেতে ভাল লাগে না। 

না খেয়ে কীভাবে মিষ্টি বেদানা খুঁজে বের করবেন? রইল কিছু টিপস।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে এক ব্যক্তি মিষ্টি বেদানা পরীক্ষা করেছেন।

সেই ব্যক্তির মতে, যে বেদানার খোসার উপরের অংশ খোলা থাকে সেগুলি খেতে বেশি সুস্বাদু হয়।

অন্যদিকে যে সব বেদানার মুখ ছোট, সেগুলো খেতে কম মিষ্টি হয়।

এই বিষয়গুলি লক্ষ্য করে, আপনি সহজেই বাজার থেকে মিষ্টি এবং সুস্বাদু বেদানা কিনতে পারেন।