3 Dec,, 2024
BY- Aajtak Bangla
গ্রীষ্মের শেষ আর বর্ষার শুরু মানেই সাপের উৎপাত। কোনও কোনও সময় তো বাড়িতে সাপ ঢুকে বসে থাকে। অথচ জানতে পারেন না।
কীভাবে বুঝবেন যে আপনার অজান্তেই বাড়িতে সাপ ঘাপটি মেরে বসে আছে? বাড়িতে থাকার বেশ কতগুলো লক্ষ্মণ আছে।
=
সাপ বাড়িতে থাকলে আঁশটে গন্ধ পাওয়া যায়। সাপের মলমূত্রে খুব গন্ধ হয়। তাই ঘরে যদি সাপ থাকে উটকো গন্ধ পাওয়া যায়।
ঘরের মধ্যে যদি কোনও অস্বাভাবিক শব্দ পান, তাহলে সতর্ক থাকুন। কোনও কোনও সাপ ডাকে। যার শব্দ কানে আসে।
বাড়িতে বড় সাপ থাকলে খোলস ছাড়ে। তাই যদি বাড়ির আশপাশে খোলস দেখেন তাহলে আপনার বাড়িতে সাপ থাকার সম্ভাবনা রয়েছে।
ঘরের ফ্লোরে যদি ছোপ ছোপ দাগ দেখতে পান তাহলে সাবধানে থাকুন। সাপের গায়ের ছাপ পড়ে মেঝেতে। ধুলোর মধ্যেও সাপের গায়ের দাগ দেখা যায়।
আপনার বাড়িতে যদি হঠাৎ করে ইঁদুর, টিকটিকি কমে যায় তাহলে বাড়িতে বাসা বাঁধতে পারে সাপ। কারণ, সাপ এগুলো খায়।
কোনও কোনও সাপ আবার গর্তের ভিতর থাকে। যদি বাড়ির আশপাশে হঠাৎ কোনও গর্ত দেখতে পান তাহলে সাবধানে থাকুন।
সাপ কখনও পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে থাকে না। সব সময় স্যাঁতসেতে, জঞ্জালময় জায়গা, ঘরের কোণে থাকে। সেই সব জায়গাগুলো থেকে কোনও শব্দ পেলে সতর্ক থাকুন।