23 JULY, 2024
BY- Aajtak Bangla
যদি আপনার বয়স ৪৫ পেরিয়ে যায় এবং এই লক্ষণগুলি দেখা দিতে শুরু করে, তাহলে বুঝুন আপনার মেনোপজ শুরু হচ্ছে।
প্রথম লক্ষণ হল পিরিয়ডের বিলম্ব।
যদি আপনার মেজাজে বদল বা মুড সুইং ঘটে। যদি বিরক্তি বাড়ে তবে এটি মেনোপজের প্রাথমিক লক্ষণ।
রাতে হঠাৎ ঘাম হওয়া। বা ঘুম না আসা।
হঠাৎ চুল পড়া, চুল ও ত্বকের শুষ্কতা বেড়ে যাওয়া।
ঘন ঘন মূত্রত্যাগ।
হাড়ের দুর্বলতা এবং পেশীতে ব্যথা।
যোনিতে শুষ্কতা বৃদ্ধিও মেনোপজের অন্যতম লক্ষণ।