BY- Aajtak Bangla

মেয়েটি বয়স লুকোচ্ছে, কীভাবে বুঝবেন?

7 July 2025 

পুরুষের বেতন ও মেয়েদের বয়স এই দুটো জিনিস নাকি বোঝা দায়। মজার কথা হলেও সত্যি, মেয়েদের অনেকেই মুখ ফুটে বয়স বলতে চায় না। কিন্তু বেশ কিছু টিপস মেনে চললে  যে কোনও মেয়ের বয়স আপনি সহজেই বুঝতে পারবেন।

বয়স বোঝা দায় 

বয়স বাড়লে নারী-পুরুষ নির্বিশেষে সবার চেহারার পরিবর্তন আসে। তাই প্রকৃত বয়স জানতে শরীরের দিকে খেয়াল রাখুন। 

চেহারায় পরিবর্তন 

বিশেষ করে দাঁত, নখ, ত্বক দেখে মেয়েদের বয়স বোঝা যায়। একজন তরুণীর চেহারায় যে ওজ্জ্বল্য থাকে তা একজন মধ্যবয়স্ক মহিলার থাকে না।

ঔজ্জ্বল্য কমে 

বয়স বোঝার জন্য চুল খুব গুরুত্বপূর্ণ। চুলে পাক ধরেছে কিনা, পেকেছে কি না ইত্যাদি দেখে বয়স সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। 

চুল দেখে 

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছেলে বা মেয়েরা কথাবার্তায় পরিণত হয়। সেজন্য কথাবার্তা শুনে অনেককিছু বোঝা যায়।

কথাবার্তা 

তবে মনে রাখবেন, শারীরিক বা মানসিক বৈশিষ্ট্য থেকে বয়স অনুমান করা যেতে পারে, কিন্তু তা সবসময় সঠিক নাও হতে পারে।

শারীরিক গঠন 

সেজন্য বয়স জানার সবথেকে নির্ভরযোগ্য মাধ্যম হল সেই নারী বা পুরুষের নথি।

বয়সের নথি