BY- Aajtak Bangla
26th October, 2024
ত্বকের অন্যতম শত্রু হল চোখের নীচে গাঢ় দাগ। যা ডার্ক সার্কেল হিসেবেও পরিচিত।
অনেকেই এই ডার্ক সার্কেলের সমস্যায় ভোগেন। চোখের তলায় কালো মোটা দাগ মোটেই দেখতে ভাল লাগে না।
হাজার স্কিন ট্রিটমেন্ট করে, নামিদামী আন্ডার আই ক্রিম ব্য়বহার করেও কাজ হচ্ছে না? আসলে এর সমাধান লুকিয়ে আপনার রান্নাঘরেই।
আসুন তাহলে জেনে নিন কী কী করলে দূর হবে এই ডার্ক সার্কেল।
ডার্কসার্কেলের সমস্যা দূর করতে একটি মোক্ষম উপায় হল আলুর রস। আলু গোল করে কেটে চোখের উপর লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে নিন। উপকার পাবেন।
টমেটোর রস লাগালেও কাজ হবে। একইভাবে টমেটো কেটে চোখের উপর রেখে দিন। ১৫-২০ রেখে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।
ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে শসার রস। শসা গোল আকারে কেটে নিন। এবার তা চোখের উপর দিয়ে রেখে দিন।
ডার্ক সার্কেলের সমস্য়া দূর করতে সাহায্য করে। এছাড়াও শসা ত্বককে আর্দ্র রাখতে ও চোখের ফোলাভাব কমাতে সাহায্য করে।
লেবু ভিটামিন সি’র উৎস। লেবুর রসে তুলার বল ভিজিয়ে চোখের ওপর ১৫ মিনিট মালিশ করুন। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও চোখের কালো দাগ দূর করে।