29 OCTOBER 2024
BY- Aajtak Bangla
তেল দিয়ে মাটির প্রদীপ জ্বালানো বেশ খরচাসাপেক্ষ। আবার বাড়িতে অনেক বেশি প্রদীপ জ্বালাতে হলে এত তেল কেনা সম্ভব হয় না।
তাই জেনে নিন জলে মাটির প্রদীপ জ্বালানোর নিনজা টেকনিক। এতে কোনও খরচা নেই।
সবার আগে এক বাটি জল নিন। এবার এতে পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এবার মাটির প্রদীপ এতে ১- দেড় ঘণ্টা ভিজিয়ে রাখবেন। এতে জল শুষে নেবে। আর পাউডার থাকার কারণে সব প্রদীপের ছিদ্রের মুখ বন্ধ হয়ে যাবে।
এবার সলতে পাকিয়ে নিন, বা সলতে বানিয়েও নিতে পারেন।
তুলো নিয়ে ধূপকাঠির কাঠিতে রাখলেও তাড়াতাড়ি সলতে তৈরি হয়ে যাবে।
এবার মোটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক কেটে নিন ২ টুকরো করে। জামা কাপড় বা শাড়ি রাখতে যে প্লাস্টিক ব্যবহার হয় তা নিতে পারেন। যতগুলি প্রদীপ নেবেন ততগুলি ট্রান্সপারেন্ট প্লাস্টিক ২ টুকরো করে কাটুন।
এবার কাঁচি বা তার দিয়ে প্লাস্টিকে ফুটো করে নিন। এবার একটি মাটির পাত্রে পুরনো গলে যাওয়া মোমবাতি বা এমনি কোনও মোমবাতি গ্যাসে গলিয়ে সলতের সুতোগুলো এক এক করে দিয়ে দিন। গরম অবস্থাতে সব সলতেতে মোমবাতি পাকিয়ে নিন। এবার একটি পাত্রে তুলে রাখুন। এরপর চাইলে এক এক করে সব প্লাস্টিকের ভিতরে সলতে পরিয়ে নিতে পারেন।
এছাড়াও যেটা করতে পারেন, সেফটিপিনের গোল অংশেও সলতে ঢোকাতে পারেন এটি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। সেফটিপিনের মুখ পুরো সোজা করে নিতে হবে।
এবার প্রদীপে জল দিয়ে সলতে দিয়ে সাজিয়ে দিন। ব্যস জলের প্রদীপ তৈরি। যত খুশি জ্বালান বিনা তেলের খরচায়।