10 May, 2024

BY- Aajtak Bangla

বয়স ৪০ হলেও লাগবে ২০, দইয়ে এই ট্যাবেলট মিশিয়ে মুখে লাগান 

  বয়স কেউ থামাতে পারে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা দেখা দেয়।

বলিরেখা পুরোপুরি অদৃশ্য করা যায় না তবে কিছু জিনিস রয়েছে যা ত্বককে টানটান রাখে। কম বয়সী দেখায়। 

নারকেল তেল- প্রতিদিন মুখে নারকেল তেল লাগাতে ত্বক থাকে আর্দ্র। সারারাত নারকেল তেল মেখে রাখুন। অয়েলি স্কিন হলে কিছুক্ষণ লাগিয়ে ধুইয়ে ফেলুন।

দই ফেস মাস্ক- মুখে দই লাগালে বলিরেখা কমে। দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা ত্বকের জন্য উপকারী।

দইয়ে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হয়।

অ্যালোভেরা জেল- ত্বকে অ্যালোভেরা জেল লাগিয়ে ত্বককে তরুণ রাখা যায়। এতে আছে অ্যান্টি এজিং গুণ।

তাজা অ্যালোভেরার পাতা থেকে পাল্প বের করে মুখে লাগাতে পারেন। অথবা অ্যালোভেরা জেল লাগান। 

ডিমের সাদা অংশ - বলিরেখা কমাতে ডিমের সাদা অংশ থেকে ফেস মাস্ক তৈরি করে মুখে লাগান।

২ চামচ অ্যালোভেরা জেলে ডিমের সাদা অংশ মেশান। ২০ মিনিটের জন্য মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার লাগাতে পারেন।

চিনি ও লেবু স্ক্রাব- ত্বক স্ক্রাব করলে ত্বকের মৃত কোষ দূর হয়। স্ক্রাব তৈরি করতে একটি পাত্রে একটি লেবুর রস বের করে তাতে এক চামচ চিনি মেশান। মুখে ২ মিনিট ঘষুন।