12 May, 2024
BY- Aajtak Bangla
সেজন্য লাগবে এক ফোঁটা নারকেল তেল। নারকেল তেলেই ফিরে পাবেন যৌবন। নারকেল তেলে এমন কিছু উপাদান আছে যেগুলো যৌবন ফিরে দেয়।
নারকেল তেলে থাকে উচ্চমাত্রায় স্যাচুরেটেড। নারকেল থেকে এই তেল বের হয়। এতে থাকে ৮০ থেকে ৯০ শতাংশ স্যাচুরেটেড ফ্যাট। ১০০ শতাংশ ফ্যাট। যা যৌবন ফিরিয়ে দেয়।
নারকেল তেল হাতে নিয়ে তা মুখে মাখুন। তাহলে গ্লো ফিরে আসবে। ত্বক থাকবে চকচকে।
আপনার হাতের তালুতে নারকেল তেল নিন। তারপর তা মুখে বিন্দু বিন্দু করে লাগিয়ে নিন। তারপর হাতে করে ম্যাসাজ করুন। অল্প চাপ দিয়ে ম্যাসাজ করবেন।
রাতে এই ম্যাসাজ করতে পারেন। তাহলে মুখের গ্লো বাড়বে আবার ঘুমও ভালো হবে।
পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর ফেসওয়াস দিয়ে মুখটা পরিষ্কার করুন। তাহলে তেলের যে চপচপে ভাব তা আর থাকবে না।
পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর ফেসওয়াস দিয়ে মুখটা পরিষ্কার করুন। তাহলে তেলের যে চপচপে ভাব তা আর থাকবে না।
তবে মনে রাখবেন সারাদিনে নারকেল তেল কিন্তু মুখে একবারই লাগাবেন। বেশি মাখলে মুখের ক্ষতি হতে পারে। আর কয়েক ফোঁটা তেলই নেবেন। তাতেই কাজ হবে। বেশি তেল ব্যবহার করবেন না।