BY- Aajtak Bangla

চামড়া থাকবে টানটান তুলতুলে, যৌবন ধরে রাখতে মানুন তুর্কি মেয়েদের রুটিন

13 May, 2024

গোটা দুনিয়ায় তুরস্কের মেয়েদের মতো সুন্দরী আর দেখা যায় না। তাঁদের সৌন্দর্যের নামডাক রয়েছে।

পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েদের মধ্যে অন্যতম তুরস্কের মেয়েরা। তাঁদের চুল, চোখ, ত্বক, বডি শেপ সবমিলিয়ে তারা এতই সুন্দর যে, যে কোনো অবস্থাতেই তারা আবেদনময়ী।

তুর্কি মেয়েদের সাধারণ রূপচর্চার পাশাপাশি কিছু সিক্রেটও আছে যার দৌলতে তাঁরা এত সুন্দর।

তুর্কি মেয়েদের ত্বকের গোপন রহস্যের মধ্যে অন্যতম হল গোলাপজল। তুর্কি মেয়েরা ক্লিনজার হিসেবে গোলাপজল ব্যবহার করে থাকে।

প্রাকৃতিক এই উপাদান ত্বক থেকে ময়লা ও তেল দূর করার পাশাপাশি পিচ ভারসাম্য ফিরে আনে। একই সঙ্গে ত্বক রাখে সতেজ ও সজীব।

তবে এই গোলাপজল বাড়িতে তৈরি করা হয়। দোকান থেকে কেনা গোলাপজল তাঁরা ব্যবহার করেন না।

তুরস্কের মেয়েদের অন্যতম একটি সৌন্দর্য চর্চার উপায় হচ্ছে হ্যাজাল নাট অয়েল। এটি একধরণে বাদাম তেল, যা মূলত তুরস্কেই উৎপন্ন হয় বেশি।

ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই তেল নিজেদের রূপচর্চায় ব্যবহার করে থাকে তুর্কি মেয়েরা। তাই এই দেশের মেয়েদের ত্বক হয় এত সুন্দর।  

তুরস্কের মেয়েদের ডায়েট বিশেষভাবে উল্লেখযোগ্য, যার মাধ্যমে সুস্থ থাকার পাশাপাশি সৌন্দর্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তারা।