9 October, 2023
BY- Aajtak Bangla
আমরা সবাই বিভিন্ন প্রকারের পারফিউম ব্যবহার করে থাকি।
বিশেষ করে যখন আমাদের কোথাও বেরোনোর থাকে তখন আমরা পারফিউম মেখে থাকি।
কিন্তু অনেক পারফিউম আছে যেগুলি বেশ দামি। সেগুলি সাধারণ মানুষেরা কিনতে ও ব্যবহার করতে পারেন না।
কিন্তু এবার জেনে নিন কীভাবে বাড়িতে বসেই বানাবেন সুগন্ধি পারফিউম।
উপকরণ: - ১টি স্প্রে বোতল। - ১ টি ভ্যানিলা এসেন্সের বোতল। - নিজের পছন্দের কয়েকটি এসেন্সিয়াল অয়েলের বোতল।
প্রথমেই স্প্রে বোতলটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার সেই বোতলে ভ্যানিলা এসেন্স ঢেলে দিতে হবে।
এবার সেই বোতলে এসেন্সিয়াল অয়েল দিয়ে দিতে হবে।
এবার ভালো করে স্প্রে বোতলটি ঝাঁকিয়ে নিতে হবে যাতে উপকরণগুলি ভালো ভাবে মিশে যায়।
ব্যস! তৈরি আপনার নিজের বানানো সুগন্ধি পারফিউম।