30 November 2023

BY- Aajtak Bangla

শীতে মাস্ট, দোকান থেকে না কিনে বাড়িতেই বানান বডি লোশন

শীতকাল মানেই শুষ্ক ত্বক, ঠোঁট ফাটার সমস্যা তো লেগেই থাকে।

এখন প্রায় সব জিনিসের মতো ক্রিমেও ভেজাল থাকতে পারে।

তাই বাড়িতেই বানিয়ে ফেলুন বিশুদ্ধ লোশন এই উপায়ে-

উপকরণ নারকেল তেল, লেবু, ভিটামিন ই ক্যাপসুল।

বডি লোশনের জন্য প্রথমে এক পাত্রে নারকেল তেল নিন।

এবার তেলে লেবুর রস মেশান।

ভাল করে নিশিয়ে তাতে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন।

ব্যাস নিমেশেই আপনার বিশুদ্ধ বডি লোশন তৈরি।