30 November 2023
BY- Aajtak Bangla
শীতকাল মানেই শুষ্ক ত্বক, ঠোঁট ফাটার সমস্যা তো লেগেই থাকে।
এখন প্রায় সব জিনিসের মতো ক্রিমেও ভেজাল থাকতে পারে।
তাই বাড়িতেই বানিয়ে ফেলুন বিশুদ্ধ লোশন এই উপায়ে-
উপকরণ নারকেল তেল, লেবু, ভিটামিন ই ক্যাপসুল।
বডি লোশনের জন্য প্রথমে এক পাত্রে নারকেল তেল নিন।
এবার তেলে লেবুর রস মেশান।
ভাল করে নিশিয়ে তাতে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন।
ব্যাস নিমেশেই আপনার বিশুদ্ধ বডি লোশন তৈরি।