12 April, 2025

BY- Aajtak Bangla

এই সবজি দিয়ে বাড়িতে বানান ঘরোয়া লিপস্টিক, ঠোঁটে ফিরবে জান

মহিলাদের খুব পছন্দের মেকআপ হল লিপস্টিক।

লিপস্টিক

যে সব মহিলারা মেকআপ করতে ভালোবাসেন তাঁরা লিপস্টিক পরতে খুবই ভালোবাসেন।

মেকআপ ভালোবাসেন

লিপস্টিকের নানান শেড হয়ে থাকে। আর এক এক জনের এক এক ধরনের রং পছন্দ।

নানান শেড

তবে যতই দামি লিপস্টিক হোক না কেন তাতে কেমিক্যাল থাকবে না হতেই পারে না, এতে ঠোঁটেরও ক্ষতি হয়।

খারাপ কেমিক্যাল

আগেরকার দিনে মহিলারা বিভিন্ন সব্জি, ফুলের রসই ব্যবহার করতেন ঠোঁট রাঙাতে। এখনও বাড়িতে তৈরি করতে পারেন লিপস্টিক।

বাড়িতেই তৈরি করুন

বিট, নারকেল তেল বা অলিভ অয়েল, সিয়া বাটার, মোম (বি ওয়্যাক্স), কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল।

উপকরণ

ভাল মানের বিট নিয়ে তার খোসা ছাড়িয়ে টুকরো করে বেটে নিন।

পদ্ধতি ১

একটি পরিষ্কার কাপড়ে সেই মিশ্রণটি রেখে ছেঁকে নিন। ১ থেকে ২ চামচ বিটের রসই লিপস্টিক তৈরির জন্য যথেষ্ট।

পদ্ধতি ২

এ বার একটি পাত্রে বিটের রস, নারকেল তেল, বি ওয়্যাক্স বা মোম, সিয়া বাটার একসঙ্গে গরম করে নিন। আঁচ সব সময় কমিয়ে রাখতে হবে। মিশ্রণগুলি নাড়তে হবে। প্রয়োজন মনে করলে এতে ১-২ ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন।

পদ্ধতি ৩

পুরনো লিপস্টিকের একটি কৌটো আগে থেকে পরিষ্কার করে মুছে রাখুন। তপ্ত মিশ্রণটি এতেই ঢেলে দিন। অপেক্ষা করুন যত ক্ষণ না ঘরের তাপমাত্রায় আসছে। তার পর এটি ফ্রিজে ভরে ভাল করে জমিয়ে নিতে পারেন।

পদ্ধতি ৪

এই লিপস্টিকে থাকা প্রতিটি উপাদানই ঠোঁটের জন্য ভাল। কোকো বাটার বা শিয়া বাটার ত্বকে আর্দ্রতা জোগায়। নারকেলে তেলে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। বিটও ভিটামিনে ভরপুর।

তৈরি লিপস্টিক