8 December, 2023

BY- Aajtak Bangla

মা-বাবার এই ৭ ভুলেই ছেলেমেয়ে মানুষ হয় না, যা বলেছেন কালাম

এপিজে আব্দুল কালাম মহান বিজ্ঞানী ও প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। তাঁর মতো মানুষও বিরল।

সন্তানকে কীভাবে মানুষের মতো মানুষ করতে হবে, সেনিয়ে পরামর্শ দিয়ে গিয়েছেন কালাম।

অভিভাবকরা কালামের দেওয়া পরামর্শ মানলে সন্তান জীবনে সফল হবেন। হবেন মানুষের মতো মানুষ।

৫ থেকে ১৭ বছর বয়স পর্যন্তই সন্তানকে মানুষ করার। সেই সময়ই তাঁকে মানুষের মতো মানুষ করে তুলতে হবে।   

সংবেদনশীল- শিশুকে সহানুভূতিশীল করুন। তাঁকে অন্যদের সাহায্য করতে উৎসাহিত করুন।  

সংযত- শিশুদের সামনে মা-বাবার কখনও কটূকথা বা ঝগড়া করবেন না। সেই আচরণ তারা শিখে ফেলবে।

ভাল পরিবেশ- শিশুদের বাড়িতে সুখী পরিবার দিন। এতে তার আত্মবিশ্বাস বাড়ে। বুদ্ধি প্রখর হয়।

শিশুরা আত্মবিশ্বাসী, বুদ্ধিমান ও সফল হয়ে উঠবে বাড়িতে মা-বাবার স্নেহ ও মমতা পেলেই।

স্বামী ও স্ত্রী যত মনোমালিন্য ও মিথ্যা কথা বলবেন, তত বেশি শিশুর মধ্যে ভয় ও রাগ তৈরি হবে।

মূল্যবোধ- শিশুকে মূল্যবোধ শেখান। তাঁকে সৎ করে তুলুন। বড়দের সম্মান করা শেখান।