21 February, 2024

BY- Aajtak Bangla

বাচ্চাদের সামনে এই জিনিস কখনও দেখাবেন না,  বলছেন সদগুরু

সন্তান মানুষ করা সহজ নয়। খুঁটিনাটি বিষয়ে যত্ন নিতে হয়। কাজে লাগবে সদগুরুর উপদেশ।

এমন কিছু জিনিস আছে যা সন্তানের সামনে কখনও করবেন না মা-বাবারা। বলছেন সদগুরু। 

সবসময় বাড়ির পরিবেশ ইতিবাচক রাখুন। বাচ্চাদের সামনে দুঃখ ও রাগ দেখাবেন না। এতে তাদের মানসিক অবস্থার উপর খারাপ প্রভাব পড়ে। 

বিষণ্ণ মুখ সবসময় শিশুদের কষ্ট দেয়। তারা আপনার সঙ্গে কথা বলতে ইতস্তত করে। তাই শিশুদের সামনে হাসিখুশি থাকুন।

সদগুরু বলছেন, বাচ্চাদের সামনে খারাপ আচরণ করবেন না। বড়রা শিশুদের সামনে নিজেদের মধ্যে মারামারি করবেন না।

বাচ্চারা যা দেখে তাই শেখে। আপনাকে মোবাইল ঘাঁটকে দেখলে সেটাই শিখবে। তাই খারাপ অভ্যাস একদম নয়।

সবসময় সন্তানদের সামনে সুখী মুখ নিয়ে হাজির হোন। এতে শিশুরা সবকিছু বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে। সে দ্বিধা করবে না। 

সন্তানের পাশে থাকুন সবসময়। তার ছোট-বড় কাজকে গুরুত্ব দিন। তাঁকে উৎসাহ দিন। 

শিশু অনুপ্রাণিত বোধ করবে। সহজেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে সে।

সন্তান ভুল করলে চেঁচামেচি করবেন না। তাঁকে ভালো করে বোঝান। ভুলটা ধরিয়ে দিন। নিজে উদ্বেগ করবেন না। শান্ত থাকুন।