27 January, 2025
BY- Aajtak Bangla
সন্তানের ১০ বছর বয়স হওয়ার আগেই শেখাতে হবে ৯ জিনিস। যা তাঁকে প্রকৃত মানুষ করে তুলবে।
ছোটবেলা নিজের কাজ নিজে করতে শেখান- প্লেট সরানো, ব্যাগ গোছানো, নিজের জিনিস গোছানো।
বড়দের সম্মান করতে শেখান। নিজেও করুন। সে যেই হোন না কেন, প্রণাম, নমস্কার করতে শেখান শিশুকে।
সন্তানকে ছোট ছোট দায়িত্ব দিন- গাছের টব সরানো, জল আনা, বইয়ের তাক গোছানো।
ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিন। এতে শিশুর আত্মবিশ্বাস বাড়বে, শিশু হয়ে উঠবে নির্ভীক।
যা চাইবে তাই দেবেন না। টাকার গুরুত্ব শেখান। দরকারে হাত খরচের টাকাও দিন তাঁকে।
শৃঙ্খলা শেখান। সময়ে ঘুমোনো, ঘুম থেকে ওঠা, সময়ে স্কুলে যাওয়া।
শিশুর সঙ্গে সাইকিলিং ও ব্যায়াম করুন। তাঁকে ভাল খাবার দিন। জাঙ্ক ফুড খারাপ সেটা শেখান।
অন্যদের সহযোগিতা করতে শেখান। নোটবুক ও পড়া শেয়ার করান। এতে শিশুর নেতৃত্বগুণ তৈরি হয়।
ভুল করলে বকবেন না। বরং তাঁকে ধরিয়ে দিন। ঠিক ও ভুলের ফারাক বোঝান। বন্ধু হোন।