8 March,, 2023
BY- Aajtak Bangla
প্রত্যেক মা-বাবারই চেষ্টা থাকে যে সন্তান যেন নিজের জীবনে এগিয়ে যেতে পারে।
জীবনের সব চ্যালেঞ্জের মুখে যাতে সন্তান আত্মবিশ্বাসী থাকে সেই চেষ্টা করেন মা-বাবা।
কিন্তু অনেক সময় মা-বাবা এমন ভুল করেন যে সন্তানের আত্মবিশ্বাস ধাক্কা খায়। কী কী খেয়াল রাখবেন
নিখুঁত করার চেষ্টা-সন্তানকে পারফেক্ট দেখতে চান মা-বাবা। তখন শিশু নিজেকে হারিয়ে ফেলে।
শিশু বুঝতে পারছে না কীভাবে বাবা-মায়ের প্রত্যাশা পূরণ করবে। শিশুর আত্মবিশ্বাসের ঘাটতি হয়।
তুলনা- সন্তানকে অন্য শিশুদের সঙ্গে তুলনা করা ভুল। অন্যের প্রশংসা করলে নিজের সন্তানের আত্মবিশ্বাস কমে।
ভালো কাজের প্রশংসা না করা- সন্তান ভালো কাজ করলে প্রশংসা করুন। নইলে আত্মবিশ্বাস কমে সন্তানের।
শিশু যখন ভালো কাজের প্রশংসা পায় না, তখন তার আত্মবিশ্বাস কমে। সে ভাবে কখনও ভালো হতে পারবে না।
সন্তানকে নিয়ে হাসাহাসি- বাচ্চার আঁকা,গান বা নাচ দেখে মা-বাবা হাসলে শিশুর আত্মবিশ্বাস কমে।
বকাঝকা- সন্তানের ভুল ধরিয়ে শান্তভাবে। বেশি বকাঝকা করলে সে ভয় পায়। ভয়ে আত্মবিশ্বাস ধাক্কা খায়।