24 May, 2024

BY- Aajtak Bangla

সন্তান হবে বুদ্ধিমান, স্ত্রীর গর্ভাবস্থা থেকে করুন এই ৫ কাজ: সদগুরু

সব মা-বাবাই চান, তাঁদের সন্তান যেন জীবনে সব কিছু পায়, যা তাঁরা পাননি। 

এর জন্য শুধু কঠোর পরিশ্রমই করে না বরং নিজেদের মধ্যে কিছু পরিবর্তনও আনা দরকার। বলছেন সদগুরু।

স্ত্রীর গর্ভাবস্থার সময় থেকে নিজের মধ্যে পরিবর্তন দরকার। বলেছেন সদগুরু।

নেতিবাচকতা থেকে দূরে- সদগুরু বলছেন, ভালো বাবা-মা হতে চাইলে সন্তানদের ইতিবাচক পরিবেশে বেড়ে উঠতে দিন। সব সময় তাঁকে পজিটিভ কথা বলুন। স্বপ্ন দেখান। 

স্ত্রীর গর্ভাবস্থা থেকে হাসিখুশি খাকুন। নিজেকে ইতিবাচক রাখুন। রাগকে নিয়ন্ত্রণে রাখুন। স্ত্রীকে ভালোবাসুন।  

খারাপ অভ্যাস নয়- সন্তান হওয়ার আগে যা ভুল করেছেন, সেই অভ্যাস ছাড়ুন। সমস্ত খারাপ অভ্যাস ছাড়ুন। 

পরিবারকে সময়- স্ত্রী গর্ভবতী হওয়ার পর থেকে স্বামীকে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। স্ত্রী ও সন্তানের জন্য সময় বের করে হবে।

মা-বাবার সময় পেলে শিশু বেড়ে ওঠে। সে মা-বাবাকে বন্ধু ভাবে। মনের কথা বলে। 

স্ত্রী এবং সন্তানের প্রশংসা- স্ত্রী ও সন্তানের ছোট ছোট কৃতিত্বের জন্য প্রশংসা করুন। 

অন্যদের সঙ্গে তুলনা নয়- পরিবারে সুখ চাইলে কখনও সন্তানের সঙ্গে অন্য কারও তুলনা করবেন না। এতে আত্মবিশ্বাস কমে।