18 NOVEMBER 2025

BY- Aajtak Bangla

গাছের জন্য খুব ভাল সার কোকো পিট, এভাবে নিজেই  তৈরি করুন 

আজকাল বহু মানুষ বাড়িতে বাগান তৈরি করেন। বাড়ির উঠোন, ছাদ ছাড়াও ব্যালকনিও ছোট্ট বাগান রাখা এখন একটা ট্রেন্ড। 

বেশিরভাগ মানুষ ঘরে বাগান করে জৈব সার ব্যবহার করে।

যারা জৈব সার ব্যবহার করেন তারা প্রচুর পরিমাণে কোকো পিট ব্যবহার করেন। 

বাজার থেকে না কিনে বাড়িতেই কোকো পিট তৈরি করা যায়। জেনে নিন উপায়। 

ঘরে কোকো পিট তৈরির জন্য নারকেলের খোসা প্রয়োজন।

নারকেলের খোসা টুকরো করে কেটে মিক্সারে গ্রাইন্ডার ব্যবহার করে ভাল করে পিষে নিন।

এবার এই গুঁড়ো জলে ভিজিয়ে রাখুন এবং ২৪ ঘণ্টা রেখে দিন। এবার জলটা ছেঁকে নিন।

কোকো পিট একেবারে তৈরি। গাছের জন্য খুবই উপকারী।