14 JULY, 2025

BY- Aajtak Bangla

গাছের সেরা ওষুধ কোকো পিট, ঘরেই  তৈরি করার সহজ উপায়

আজকাল বহু মানুষ বাড়িতে বাগান তৈরি করেন। বাড়ির উঠোন, ছাদ ছাড়াও ব্যালকনিও ছোট্ট বাগান রাখা এখন একটা ট্রেন্ড। 

বাড়িতে বাগান

বেশিরভাগ মানুষ ঘরে বাগান করে জৈব সার ব্যবহার করে।

জৈব সার

যারা জৈব সার ব্যবহার করেন তারা প্রচুর পরিমাণে কোকো পিট ব্যবহার করেন। 

কোকো পিট

বাজার থেকে না কিনে বাড়িতেই কোকো পিট তৈরি করা যায়। জেনে নিন উপায়। 

বাড়িতে বানান

ঘরে কোকো পিট তৈরির জন্য নারকেলের খোসা প্রয়োজন।

নারকেলের খোসা 

নারকেলের খোসা টুকরো করে কেটে মিক্সারে গ্রাইন্ডার ব্যবহার করে ভাল করে পিষে নিন।

মিক্সারে গ্রাইন্ডার

এবার এই গুঁড়ো জলে ভিজিয়ে রাখুন এবং ২৪ ঘণ্টা রেখে দিন। এবার জলটা ছেঁকে নিন।

ছেঁকে নিন

কোকো পিট একেবারে তৈরি। গাছের জন্য খুবই উপকারী।

উপকারী