1 May, 2024

BY- Aajtak Bangla

ক্যাফের মতো কোল্ড কফি বানান বাড়িতেই, মাত্র ১০ টাকায়

ক্যাফেতে কোল্ড কফির দাম অনেক। কিন্তু বাড়িতে, খুব সহজেই কোল্ড কফি বাানানো যায়। আসুন, সেই পদ্ধতি জেনে নেওয়া যাক। 

আধ কাপ গরম জল নিন। তাতে এক চা চামচ কফি গুঁড়ো দিন। স্বাদ মতো চিনি দিন। মিশিয়ে নিন। 

গরম জলে মেশানোর ফলে কফির ফ্লেভার ছাড়তে শুরু করবে। 

এরপর আধ গ্লাস বরফ নিন। তাতে এই কফির মিশ্রণ ঢেলে দিন। তাতে গরম কফি দ্রুত ঠাণ্ডা হয়ে যাবে। 

এরপর গ্লাসে ঠাণ্ডা দুধ দিন। ফুল ফ্যাট দুধ দিলে সবচেয়ে ভাল স্বাদ হবে। 

খুব বেশি মেশানোর দরকার নেই। তাহলে কাঁচের গ্লাসের বাইরে থেকে দেখতে বেশি সুন্দর লাগবে। 

ফ্রিজে চকোলেট বা ভ্যানিলা আইসক্রিম থাকলে উপরে এক স্কুপ দিয়ে দিতে পারেন। আরও সুন্দর স্বাদ হবে। 

চাইলে চকোলেট বা ক্যারামেল সিরাপও দিতে পারেন। দেখতে ও খেতে, দুই-ই আরও ভাল হবে। 

ব্যাস! আপনার কোল্ড কফি তৈরি। প্রিয়জনের সঙ্গে এনজয় করুন।