15 JULY 2025

BY- Aajtak Bangla

লুচি খান তবে স্বাস্থ্যকর ভাবে, এভাবে বানান দই লুচি; রেসিপি

বর্ষায় ভাজাভুজি খেতে ইচ্ছে করে। ছুটির দিনে একটু লুচি আলুরদম খেতেও ইচ্ছে করে। এটাকে স্বাস্থ্যকর বানিয়ে ফেলতে পারেন সামান্য দই দিয়ে।

বাড়িতে বানিয়ে ফেলুন দইয়ের লুচি। এমন নরম আর এমন ফুলকো হবে যে চেয়ে চেয়ে খাবেন। অম্বলও কম হবে।

উপকরণ ময়দা জোয়ান নুন চিনি ঘরে পাতা টকদই সাদা তেল

প্রথমে সামান্য সাদা তেল দিয়ে খুব ভাল করে ময়দায় ময়ান দিয়ে নিন। এতে মিশিয়ে নিন ২ চামচ সুজি, তাহলে লুচি খুব ভাল ফুলবে। 

এবার জল আর দই দিয়ে ময়দা মেখে নিন। উপর থেকে হাফ চামচ তেল দিয়ে মাখিয়ে রাখুন ৩০ মিনিট।

এরপর এক এক করে তেলে ভেজে নিন। সাধারণত লুচি ভাজতে যা তেল দেন তার থেকে অর্ধেক দিন।

দই লুচির সঙ্গে খেতে ভাল লাগে সুজির হালুয়া বা যে কোনও মিষ্টিজাতীয় খাবার। এর সঙ্গে বোঁদে খেলেও দারুণ জমবে।