18 September, 2023

BY- Aajtak Bangla

ছানার জল ফেলবেন না, কাজে লাগান এভাবে, পুজোর আগে কেল্লাফতে

সামনে পুজো। আর এই সময় ত্বকের বিশেষ যত্ন প্রয়োজন। তার জন্য যে সবসময় দামী প্রসাধনীই ব্যবহার করতে হবে এমনটা নয়।

চাইলে ঘরোয়া উপায়েও যত্ন করতে পারেন ত্বকের। বরং প্রাকৃতিক জিনিস ত্বকের ক্ষতি করে না, উল্টে ত্বককে পুষ্টি জোগায় ও ভাল রাখে।

এমন পরিস্থিতিতে রান্নাঘরেই এমন অনেক জিনিস পাওয়া যায় যা ত্বককে সুস্থ রাখতে ব্যবহার করা যেতে পারে।

এই যেমন আমরা ছানার জল, প্রায়শই সিঙ্কে ফেলে দিই। অনেকেই হয়তো জানেন না যে,এই জল থেকে ফেস সিরাম তৈরি করা যায়।

এতে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, প্রোটিন, ক্যালসিয়াম, খনিজ পদার্থ ইত্যাদি রয়েছে যা ত্বককে সব ধরনের পুষ্টি যোগাতে সাহায্য করতে পারে।

শুধু তাই-ই নয়, এটি ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করে। তাহলে আসুন জেনে নিই কীভাবে আপনি ছানার জল থেকে ফেস সিরাম বানাবেন।

এটি তৈরি করতে লাগবে এক কাপ কাঁচা দুধ, আধা লেবু, এক চিমটি হলুদ, এক চামচ গ্লিসারিন, এক চিমটি লবণ।

প্রথমে গ্যাসে একটি প্যানে দুধ দিন। গরম হয়ে ফুটতে শুরু করলে তাতে লেবুর রস মিশিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিন।

ধীরে ধীরে ছানা আলাদা হতে শুরু করবে। এবার ছাঁকনির সাহায্যে একটি পাত্রে ছানার জলটা ছেঁকে নিন।

এবার এতে এক চামচ গ্লিসারিন, হলুদ ও লবণ মিশিয়ে মিশিয়ে কাচের বোতলে ঢেলে ফ্রিজে সংরক্ষণ করুন।

 এই সিরামটি দিনে ৩ বার ব্যবহার করতে পারেন।