BY- Aajtak Bangla

ঘি ঘরে বানান সহজেই, রেসিপি রইল 

10 July 2025

রান্নায় ঘি দিলে স্বাদ বেড়ে যায়। অনেকেই ঘি খেতে ভালবাসেন। 

ঘি

বাজারে নানা সংস্থার ঘি পাওয়া যায়। তবে ঘরে সহজেই দোকানের মতো ঘি বানাতে পারেন। পদ্ধতি রইল...

Iঘি বানানোর উপায়

দুধের সর মিক্সিতে ঘুরিয়ে মিশ্রণটি ছেঁকে যে মাখন পাওয়া যায়, তা দিয়ে তৈরি হয় ঘি।

মাখন

এই মাখন গলানোর সময় গ্যাসের আঁচ যেন বেশি না থাকে। .

গ্যাসের আঁচ

বার বার খুন্তি দিয়ে কড়াইয়ে নাড়তে হবে।

কড়াইয়ে নাড়তে হবে

মাখন গলে গিয়ে ঘিয়ের মতো রং হয়ে গলে বেশি ক্ষণ জ্বালাবেন না। শুকনো পরিষ্কার পাত্রে গরম ঘি ঢেলে রাখতে হবে। ঠান্ডা হওয়ার পর ঢাকনা দিন।

গরম ঘি

ঘিয়ের সুগন্ধ বাড়াতে লবঙ্গ, কারিপাতা দিতে পারেন।

সুগন্ধ

 অনেক সময় ঘিয়ের রং ফ্যাকাসে হয়। শিশিতে ঘি ঢালার পর যদি রং ভাল না হয়, তা হলে আরও এক বার ফুটিয়ে নিতে পারেন।

ফুটিয়ে নিন