BY- Aajtak Bangla
চুলে রাসায়নিক শ্যাম্পু ও তেল ব্যবহারে ক্ষতি হয়। প্রাকৃতিক তেল লাগালে তার চেয়েও লাভ পাবেন।
অনেকেই জানেন না,সর্ষের তেলে চুলের জেল্লা ফেরে। সেই সঙ্গে চুল হয় ঘন ও কালো।
সর্ষের তেলেই পাকা চুল হবে কালো। কীভাবে সর্ষের তেল ব্যবহার করে সাদা চুল কালো করবেন-
সর্ষের তেল ত্বকের ময়লা দূর করে, চুল পড়া বন্ধ করে, চুলের বৃদ্ধি করে, সাদা চুল কালো হতে শুরু করে এবং রুক্ষ চুল নরম হয়।
সর্ষের তেলে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, ডি, ই এবং কে, ক্যালসিয়াম, আয়রন এবং অ্যান্টি-অক্সিড্যান্ট আছে। চুলের ফলিকলও ভালো হয়।
রসুন-মেথি- কালো চুল করতে সর্ষের তেলে মেশান রসুন ও মেথি। গরম করুন এই তেল। তারপর ঠান্ডা করে মাথায় লাগান।
এই তেল গোড়া থেকে মাথার শেষ পর্যন্ত লাগিয়ে সারারাত রেখে পরদিন মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার এই তেল মালিশ করলে চুল স্বাভাবিক কালো হয়।
তেল-দই- মাথায় খুশকি ও ত্বকে ময়লা উঠতে শুরু করলে একটি পাত্রে দই নিয়ে তাতে সর্ষের তেল মেশান। এই পেস্ট চুলে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
সর্ষের তেল, ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েল সমান পরিমাণ মিশিয়ে আধ ঘণ্টা মাথায় লাগান।
এই তিন তেল সপ্তাহে দুবার মাখলে চুলের পাকা ভাব চলে যাবে, শুষ্কতা দূর হবে এবং রুক্ষ চুল নরম হবে।