29 September, 2024

BY- Aajtak Bangla

বেঁচে যাওয়া সাবান দিয়ে ঘরেই বানান হ্যান্ডওয়াশ, খুব সহজ বানানো

সাবান ব্যবহারের পর ক্ষয়ে গেলে টুকরো পড়ে থাকে। সেগুলো আর কোনও কাজে লাগে না।

সেই টুকরোগুলি না ফেলে হাত হ্যান্ড ওয়াশ তৈরি করতে পারেন।

মাত্র দশ মিনিটে বাড়িতেই তৈরি হয়ে যাবে হ্যান্ডওয়াশ।  

প্রথমে বেঁচে যাওয়া সাবানগুলিকে ছোট ছোট করে কেটে নিন।

এবার সেগুলি মিক্সারে রাখুন। এতে অল্প জল দিন। একটি ঘন দ্রবণ তৈরি হবে।

মিক্সার না থাকলে সাবানের টুকরোগুলি ভালো করে থেঁতো করে দিন।

এবার পরিষ্কার জল হালকা গরম হতে দিন। ১০০ গ্রাম সাবান থাকলে দুই গ্লাস জল দরকার।

এবার গরম জলে ঘন দ্রবণটি ধীরে ধীরে মিশিয়ে দিন। বাজারের হ্যান্ডওয়াশের মতো ঘন না হওয়া পর্যন্ত ক্রমাগত নাড়তে থাকুন।

আপনার হ্যান্ডওয়াশ কয়েক মিনিটের মধ্যে প্রস্তুত। দুই চামচ ক্যাস্টর অয়েল বা গ্লিসারিন যোগ করতে পারেন।

গ্লিসারিনে হাত নরম থাকবে। সামান্য ডেটলও মেশাতে পারেন। জীবাণুনাশক এবং সুগন্ধ থাকবে।