29 September, 2023
BY- Aajtak Bangla
গরমকালে আমাদের শরীর ভেমে যায়। সেই কারণে আন্ডারআর্ম থেকে আসে দুর্গন্ধ।
এই দুর্গন্ধ দূর করতে আমরা অনেক রকমের ডিয়ো, স্প্রে ব্যবহার করি।
কিছুক্ষণের জন্য কাজ করলেও সেই দুর্গন্ধ আবার ফিরে আসে।
ঘরোয়া উপায়ে বানাতে পারেন একটি স্প্রে যার উপকরণ পেয়ে যাবেন বাড়িতেই।
উপকরণ: - ২ চামচ গুঁড়ো করা ফিটকিরি। - ৩ কাপ গোলাপের জল। - পছন্দ মতো এসেন্সিয়াল অয়েল।
এই তিনটি জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটি স্প্রে বোতলে সেই মিশ্রণটি ঢেলে দিতে হবে।
সকালে স্নান করার পর এবং রাতে ঘুমনোর আগে এই স্প্রে আন্ডারআর্মে দিতে হবে।
প্রত্যেকদিন এরকম করলে আর আন্ডারআর্ম থেকে দুর্গন্ধ আসবে না।