BY- Aajtak Bangla
23 April, 2025
গরম পড়ে গেছে পুরোদমে। ঠান্ডা খাবারের জন্য প্রাণটা এখন আইঢাই করবে। বাড়িতেই বানাতে পারেন আইসক্রিম।
উপকরণঃ হুইপড ক্রিম ১ কাপ, ১টি ডিমের সাদা অংশ, ডাবের শাঁস ২ কাপ
কনডেন্সড মিল্ক ১ কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, গুঁড়ো দুধ আধ কাপ, আইসিং সুগার ৩ টেবিল চামচ।
একটি পাত্রে হুইপড ক্রিম বিট করে নিন।
এতে ডিমের সাদা অংশ মিশিয়ে ভালোভাবে বিট করে নিন।
বাকি সব উপকরণ একে একে দিয়ে আলতোভাবে মেশাতে থাকুন।
সবকিছু ভালোভাবে মিশে নরম ও মসৃণ হয়ে এলে পুরো মিশ্রণ একটি বাক্সে নিয়ে ৮-১০ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন।
জমে এলে পরিবেশন করুন।