23 APRIL 2025

BY- Aajtak Bangla

দুধ-কলা দিয়ে ১০ মিনিটে বানিয়ে নিন আইসক্রিম, গরমে প্রাণ জুড়োবে

বাড়িতে অত্যন্ত সহজ উপায়ে স্বাস্থ্যকর আইসক্রিম বানিয়ে  নিতে পারেন।

৫টি কলা টুকরো করে কাটা, আধ কাপ কোকো পাউডার, ১ চিমটে নুন, ৩ টেবিল চামচ চিনি, আধ কাপ হেভি ক্রিম লাগবে।

প্রথমে মিক্সিতে সব উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে নিন। এবার ব্লেন্ড করে পেস্টটি একদম স্মুদ করে ফেলুন।

এবার মিশ্রণটি এয়ারটাইট কন্টেনারে ঢেলে দিন। 

এরপর ৬-৭ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে দিন। 

ঠান্ডায় জমে গেলে ছোট ছোট কাপের মধ্যে স্কুপের আকার পরিবেশন করতে পারেন।

গার্নিশের জন্য চটোলেট সস, কলার ছোট ছোট স্লাইস করে সাজিয়ে দিতে পারেন।