BY- Aajtak Bangla

বাজার থেকে কিনবেন না, সস্তায় বাড়িতে বানান জলজিরা পাউডার

24 March, 2025

তেল-মশলাদার খাবার খাওয়ার পর একটু জলজিরার জল না খেলে যেন হজম হয় না।

মশলা ও লেবু দিয়ে তৈরি জলজিরার নাম শুনলেই আমাদের মুখ জলে ভরে যায়।

বাজারে প্যাকেট করে বা বড় প্যাকেটেই এই জলজিরা পাউডার পাওয়া যায়।

তবে এই জলজিরা বাজার থেকে না কিনে যদি বাড়িতেই তৈরি করে রাখেন তাহলে মন্দ হয় না। দেখে নিন সেই রেসিপি।

উপকরণ জিরে, গোলমরিচ, বিটনুন, নুন, আদা গুঁড়ো, আমচুর গুঁড়ো, চিনি।

পদ্ধতি প্রথমে একটি প্যানে ২ টেবিল চামচ জিরে নিন এবং কম আঁচে ভাজুন। জিরে সুগন্ধযুক্ত এবং সোনালি বাদামী না হওয়া পর্যন্ত ভাজুন।

এছাড়াও, ২ চা চামচ গোলমরিচ যোগ করুন এবং সুগন্ধ না আসা পর্যন্ত কম আঁচে ভাজতে থাকুন।

সম্পূর্ণ ঠান্ডা করে মিক্সার জারে দিয়ে দিন। এতে মেশান বিট নুন, নুন, আদা গুঁড়ো, আমচুর গুঁড়ো ও চিনি।

মিক্সারে মিহি করে গুঁড়ো করে নিলেই তৈরি জলজিরা।

এবার গ্লাসে বরফের টুকরো ও এই জলজিরে গুঁড়ো, জল দিয়ে মিশিয়ে দিলেই তৈরি জলজিরা। চাইলে লেবুর রসও দিতে পারেন।